আজ মঙ্গলবার সকালে দুদক কার্যালয়ে অবৈধ সম্পদের অভিযোগে তাকে টানা দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক নজরুল ইসলাম।
দুদকে আসা অভিযোগে বলা হয়, নারগিস বেগম মালেকের প্রথম স্ত্রী। পেশায় গৃহিনী হলেও তুরাগের দক্ষিণ কামারপাড়ায় ছয় কাঠা জায়গায় সাততলা দুটি আবাসিক ভবনের মালিক তিনি। যাতে মোট ২৪টি ফ্ল্যাট রয়েছে।
এছাড়া ১৫ কাঠা জমিতে একটি ডেইরি ফার্ম, আনুমানিক আরও ১০/১২ কাঠার প্লট এবং ধানমন্ডির হাতিরপুল এলাকায় সাড়ে চার কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০ তলা ভবন রয়েছে তার নামে।
বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে বিপুল অর্থও রয়েছে গাড়িচালক আবদুল মালেকের স্ত্রীর বিরুদ্ধে।