সাভার (ঢাকা) সংবাদদাতা : সাভারে এক চিকিৎসকের বিরুদ্ধে কাজের মহিলাকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে।
বুধবার ভুক্তভোগী নারী কে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)’তে পাঠানা হয়েছে।
এ ঘটনার রনি (৪৫) নামের ওই চিকিৎসককে আটক করা হয়েছে। অভিযুক্ত রনি সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকার রবিনের ছেলে এবং একটি ট্রমা সেন্টারের চিকিৎসক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসক রনিদের বাড়িতে কাজের সুবাদে পরিচয় হয় ধর্ষিত ওই নারীর। এর সুবাধে রনি তার কাছ থেকে কিছু টাকা ধার নেন। পাওনা টাকা চাওয়ার জন্য গত শনিবার রনির নিকট ওই নারী গেলে তাকে ধর্ষণ করা হয়।
বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে রনির পরিবারের পক্ষ থেকে ভুক্তভোগী নারী কে মারধর করে তাদের বাড়ী থেকে তাড়িয়ে দেয়া হয়।
এ ঘটনায় থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করলে অভিযুক্ত কে পুলিশ আটক করে।
আটককৃত রনিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে ডিউটি অফিসার (এসআই) ওবায়দুল নিশ্চিত করেছেন।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত রনিকে আটক এবং ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)’তে পাঠানা হয়েছে।