এম,মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলার শিহড় গ্রাম থেকে স্বামী-স্ত্রীসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। এ সময় আটককৃত আসামিদের হেফাজতে থাকা ২শ’১৯ বোতল ফেন্সিডিল, ২টি প্রাইভেটকার এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১২টি সিমকার্ডসহ ৭ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার দিবাগত গভীর রাতে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারি পরিচালক সঞ্জয় কুমার সরকার। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গার দর্শনার কলেজপাড়ার আবেদ আলীর ছেলে মো. জাহিদ হাসান (৩৩) এবং মো. জাহিদ হাসানের স্ত্রী মোছা. মুসলিমা আক্তার (২৩), ঝাঝাডাঙ্গা গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে মো. ওমর ফারুক (২৭), সাতানী গ্রামের সৈয়দ লিয়াকত আলীর ছেলে সৈয়দ আরাফাত আলী (৩৫) ও কুষ্টিয়া সদরের দক্ষিণপাগা বোয়ালদহ গ্রামের রেজাউল করিমের ছেলে মো. বাপ্পী আলী (২৯)।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২ জানুয়ারি) রাজবাড়ী জেলার পাংশা থানাধীন শিহড় গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় আটককৃত আসামিদের হেফাজতে থাকা ২১৯ বোতল ফেনসিডিল, ২টি প্রাইভেটকার এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১২টি সিমকার্ডসহ ৭ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল এবং অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজবাড়ীর পাংশায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আসামীদের রাজবাড়ী জেল হাজতে পাঠানো হয়েছে।