শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ দুর্ঘটনায় মুখোমুখি ২ গাড়ির সংঘর্ষে মারা গেছেন ১০ জন। ঘটনা ভারতের রাজস্থানের চিতোরগড়ের।
ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, চিতোরগড়ের কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে এই ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় আরও বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় শোকবার্তা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী ট্যুইটারে এদিন লিখেছেন, চিতোরগড়ের দুর্ঘটনার কথা শুনে অত্যন্ত মর্মাহত। যাঁরা পরিজন হারালেন, এই দুঃখের সময়ে তাঁদের সমবেদনা জানাই। যাঁরা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি।
জানা গেছে, গতকাল সন্ধ্যার সমসয় মধ্যপ্রদেশ থেকে একটি যাত্রীবোঝাই জিপ রাজস্থানের দিকে যাচ্ছিল। উদয়পুর-নিম্বাহেড়া সড়ক দিয়ে আসার সময়ে ওই জিপটিকে সজোরে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসতে থাকা একটি ট্রেলার। জিপটি উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১০ জন। বাকিদের সপাতালে নিয়ে যাওয়া হয়।
এর আগে গেল মাসেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে। একটি গাড়ি ও ট্রাকের সংঘর্ষের জেরে মৃত্যু হয় কমপক্ষে ১৪ জনের।
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সিনিয়র অফিসারদের তিনি ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্থদের সমস্ত সহায়তা করতে নির্দেশ দেন।
ঘটনাস্থল থেকে আসা ভিডিওতে দেখা গিয়েছে প্রায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া গাড়িটিকে টেনে ট্র্যাকের পিছনে তোলা হয়। জানা যায়, ওই গাড়িটি করে সকলে বিয়ের অনুষ্ঠান সেরে কুন্ডার নিজেদের গ্রামে ফিরছিলেন, সেসময় এই দুর্ঘটনা ঘটে।