মুক্তাদির সুমন, নাপলি প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে করোনার স্বাস্থ্যবিধির নিয়ম মেনে ইতালির নেপলিতে ইতালী আওয়ামলীগ নেপলি শাখার উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন নাদিম বেপারীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস হাওলাদার ও যুগ্ম সম্পাদক কবির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সংগীত ও সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নেপলি আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি মালেক পালোয়ান, ওয়েজ উদ্দিন, ফরহাদ সিপাহী, যুগ্ন-সম্পাদক ফেরদাউস উকিল, ফারুক মাতব্বর, দেলোয়ার মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক বাবুল বেপারী, সানজুনারো আওয়ামী লীগের সভাপতি মোশারফ খলিফা,সাধারণ সম্পাদক মোল্লা মনিরুজ্জামান, সদস্য ইকবাল হোসেন, উজ্জ্বল মাতব্বর সহ আরো অনেকে। এসময় ভিডিও বার্তায় শুভেচ্ছা বক্তব্য দেন ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, ইতালি মহিলা লীগের সাধারণ সম্পাদিকা পলি আক্তার। বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং প্রবাসের মাটিতে আওয়ামী লীগকে সুসংগঠিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ।