মুক্তমন ডেস্ক : মার্কিন কংগ্রেস জো বাইডেনের জয় নিশ্চিত করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রকাশ্য বিবৃতি দিয়েছেন। এদিন তিনি প্রথমবারের মতো অফিস ছেড়ে চলে যাবেন ।
ট্রাম্প বিবৃতিতে বলেন, "যদিও নির্বাচনের ফলাফলের সাথে আমি পুরোপুরি একমত নই, এবং ঘটনাগুলি আমাকে প্রমাণ করে, তবুও ২০ শে জানুয়ারীর মধ্যে একটি সুশৃঙ্খল হস্তান্তর হবে,"। তবে গত দুই মাস ধরে তিনি যে মিথ্যা দাবি করেছেন তার পুনরাবৃত্তি করে বলেন, "আমি সর্বদা বলেছি যে কেবলমাত্র আইনী ভোট গণনা করা যায় তা নিশ্চিত করার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। যুক্তরাষ্ট্রকে আবার বড় করার লড়াইয়ের সূচনা মাত্র এটি।" যুক্ত করেন তিনি।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির ক্যাপটল হিলে ট্রাম্পপন্থীদের হামলার ঘটনার পর কংগ্রেসের অধিবেশনে বাইডেনের জয়ের সিদ্ধান্ত নেওয়া হয় পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জয় চূড়ান্ত করেছে কংগ্রেস।
একইসঙ্গে জর্জিয়া ও পেনসিলভানিয়ায় জো বাইডেনের পাওয়া ইলেকটোরাল ভোট নিয়ে ট্রাম্পের চ্যালেঞ্জ খারিজ করে দিয়েছে কংগ্রেস। ট্রাম্পপন্থীদের হামলার কারণে থমকে গিয়েছিল কংগ্রেস অধিবেশন।
এ ঘটনায় ৪ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন নারী আছেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে গুলি করলে তিনি মারা যান। বাকি ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।