মুক্তমন ডেস্ক : উড্ডয়নের কিছু সময় পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া ইন্দোনেশিয়ার বোয়িং উড়োজাহাজটি জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে সাগরে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রেখেছে দেশটির বিভিন্ন সংস্থা।
এর আগে শনিবার দেশটির জাকার্তার সুকর্নো-হাত্তা বিমানবন্দর থেকে পশ্চিম কালিমান্তান প্রদেশের রাজধানী পন্টিয়ানাক এর উদ্দেশ্যে প্লেনটি যাত্রা করে। বোয়িং ৭৩৭-৫০০ মডেলের উড়োজাহাজটি ওড়ার কিছু সময় পরই যোগাযোগ হারায়। সেসময় এটি ১০ হাজার ফুট উচ্চতায় ছিল। শ্রিভিজয়া এয়ার এর ওই ফ্লাইটটিতে যাত্রীসহ ৬২জন আরোহী ছিল বলে জানা গেছে।
তবে দুর্ঘটনার কারণ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সন্ধানের জন্য এরমধ্যে ১১ টি সামুদ্রিক জাহাজ যোগ দিয়েছে বলে জানা গেছে।
তবে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা ব্যামব্যাং সুরইও আজি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বিমানটি সম্ভবত ভূপাতিত হয়েছে। তিনি বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর যেসব স্থানে বিমানটি পড়তে পারে সেসব জায়গায় তাদের দল অনুসন্ধান চালাচ্ছে।
এর আগে বিমান নিখোঁজ হওয়ার সংবাদটি নিশ্চিত করে সরকারের মুখপাত্র আদিতা ইরাবতি জানিয়েছেন, এই বিষয়ে তদন্ত চলছে৷ সরকারের অনুসন্ধান কমিটি, উদ্ধারকারী সংস্থা ও জাতীয় যোগাযোগ নিরাপত্তা কমিটি সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।
এয়ারলাইন থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ফ্লাইটটিতে ৫৬ জন যাত্রী, দুইজন পাইলট ও চারজন ক্রু সদস্য ছিলেন।
এদিকে সমুদ্র থেকে কিছু ভগ্নাংশ উদ্ধারের ছবি প্রচার করা হয়েছে স্থানীয় গণমাধ্যমে। সিএনএন ইন্দোনেশিয়াকে সেখানকার একজন নিরাপত্তাকর্মী কিছু তার ও ধাতব বস্তু খুঁজে পাওয়ার তথ্য জানিয়েছেন।
স্থানীয় গণমাধ্যম কম্পাস জানিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের একটি টহল নৌকা সম্ভাব্য ‘দুর্ঘটনাস্থল’ থেকে মানব দেহের কিছু অংশ খুঁজে পেয়েছে।