মুক্তমন ডেস্ক : খাঁচা ভেঙে পালালো দুই সহদোরা বাঘ। শুধু পালিয়েই তারা ক্ষ্যান্ত হয়নি। এরপরই তারা হামলা চালালে চিড়িয়াখানার এক কর্মী নিহত হন।
ঘটনা ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের একটি চিড়িয়াখানায়। সেখান থেকে বিপন্ন প্রজাতির দুটি সুমাত্রা বাঘিনী পালিয়ে যায়। এ সময় এদের হামলায় চিড়িয়াখানার এক কর্মী মারা যান।
কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধ্বস হলে সিনকা চিড়িয়াখানার বাঘের খাঁচাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এক পর্যায়ে ১৮ মাস বয়সী বাঘ দুটি পালিয়ে যায়।
শনিবার ট্রাঙ্কুইলাইজার তীর ছুড়ে অর্থাৎ চেতনানাশক দিয়ে একটি প্রাণীকে ধরা সম্ভব হয়েছে।
কিন্তু অন্য বাঘটি আক্রমণাত্মক আচরণ করায় একে গুলি করে মেরে ফেলা হয়।
এর আগে ওই বাঘটিকে ট্রাঙ্কুইলাইজার তীর ছুড়ে শান্ত করার চেষ্টা করা হলেও সেই চেষ্টা ব্যর্থ হয়।
শুক্রবার গভীর রাতে প্রাণীগুলি পালিয়ে যাওয়ার পর চিড়িয়াখানার ৪৭ বছর বয়সী এক কর্মীকে বাঘের ঘেরের কাছে মৃত অবস্থায় পাওয়া যায়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তার শরীরে কামড়ের ক্ষত এবং আঁচড়ের চিহ্ন পাওয়া গিয়েছে।
ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের একটি চিড়িয়াখানা থেকে বিপন্ন প্রজাতির দুটি সুমাত্রা বাঘিনী পালিয়ে গেছে। এদের হামলায় চিড়িয়াখানার এক কর্মী নিহত হয়েছেন।
কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধ্বস হলে সিনকা চিড়িয়াখানার বাঘের খাঁচাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এক পর্যায়ে ১৮ মাস বয়সী বাঘ দুটি পালিয়ে যায়।
শনিবার ট্রাঙ্কুইলাইজার তীর ছুড়ে অর্থাৎ চেতনানাশক দিয়ে একটি প্রাণীকে ধরা সম্ভব হয়েছে।
কিন্তু অন্য বাঘটি আক্রমণাত্মক আচরণ করায় একে গুলি করে মেরে ফেলা হয়।
এর আগে ওই বাঘটিকে ট্রাঙ্কুইলাইজার তীর ছুড়ে শান্ত করার চেষ্টা করা হলেও সেই চেষ্টা ব্যর্থ হয়।
শুক্রবার গভীর রাতে প্রাণীগুলি পালিয়ে যাওয়ার পর চিড়িয়াখানার ৪৭ বছর বয়সী এক কর্মীকে বাঘের ঘেরের কাছে মৃত অবস্থায় পাওয়া যায়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তার শরীরে কামড়ের ক্ষত এবং আঁচড়ের চিহ্ন পাওয়া গিয়েছে।