সরকারি কর্মচারিদের অবিলম্বে ৪০% মহার্ঘ ভাতা প্রদান, নতুন জাতীয় বেতন কমিশন গঠন ও চিকিৎসা ভাতা ৩,০০০/- টাকা প্রদানের দাবী জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। শুক্রবার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ভবন অডিটোরিয়ামে সমিতির ৫ম জাতীয় প্রতিনিধি সম্মেলন ২০২০-এ এসব দাবী জানানো হয়। বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহ্ফুজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ২০১৫-তে সর্বশেষ (৮ম) জাতীয় বেতন স্কেল প্রদানের পর চিকিৎসা ব্যয়সহ দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ, পানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধির ফলে নিম্ন আয়ের কর্মচারিরা হতাশগ্রস্থ ও দিশেহারা। বাৎসরিক ৫% হারে বেতন বৃদ্ধি হলেও তা জীবনযাত্রার ব্যয়ের সাথে একেবারেই সামঞ্জস্যহীন। এমতাবস্থায় অবিলম্বে জাতীয় বেতন কশিমন গঠন ও নতুন বেতন স্কেল কার্যকর না করা পর্যন্ত অন্তবর্তীকালীন সময়ের জন্য ৪০% বেতন বৃদ্ধি ও কমপক্ষে ৩,০০০/- টাকা চিকিৎসা ভাতা প্রদানের দাবী জানান।
প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য নিরসনকল্পে বাংলাদেশ সচিবালয়ের ন্যায় সচিবালয় বহির্ভূত দপ্তর, প্রতিষ্ঠান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের দপ্তরে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটরসহ সমমানের সমমর্যাদার কর্মচারীদের পদ-পদবী প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা, প্রযোজ্য ক্ষেত্রে স্বপদে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ও বেতনস্কেল প্রদান, ডিপ্লোমা নার্সদের ন্যায় সমশিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও সমশিক্ষাগত যোগ্যতাধারীদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদাসহ বেতনস্কেল প্রদানের জন্য নেতৃবৃন্দ জোড় দাবী জানান।
উক্ত প্রতিনিধি সম্মেলনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান (দুলাল), এমপি ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ)-এর সম্মানিত সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-এর সম্মানিত সভাপতি জনাব মোল্লা জালাল, ঢাকা রিপোর্টাস ইউনিটি-এর সম্মানিত সাধারন সম্পাদক জনাব মসিউর রহমান খান, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব হারুন উর রশীদ।
সমিতির ৫ম জাতীয় প্রতিনিধি সম্মেলন ২০২০-এ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করাসহ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত রূপকল্প ২০২১ (ভিশন ২০২১: ডিজিটাল বাংলাদেশ) এর মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীতকরণ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত করার যে ভিশন ও মিশন এর কর্মসূচি হাতে নিয়েছেন প্রজাতন্ত্রের ৩য় শ্রেণীর কর্মচারীরা মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা প্রতিপালনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির ৫ম জাতীয় প্রতিনিধি সম্মেলন ২০২০-এ মোঃ লুৎফর রহমান-কে সভাপতি; মোঃ ছালজার রহমান-কে মহাসচিব; মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ নুরুন্নবী, মোঃ তাইজুল ইসলাম, মোঃ রায়হান উদ্দিন চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ও মোহাম্মদ হুমায়ূন কবির কার্যকরী সভাপতি; তাপস কুমার সাহা, মোঃ মজিবুর রহমান খান, মোঃ মনির হোসেন বাবু, মোঃ মফিজুল ইসলাম পিন্টু, মোঃ মনিরুল ইসলাম, এস এম জুয়েল হোসেন সরকার অতিরিক্ত মহাসচিব; মোঃ সেলিম মোল্লাহ, সিনিয়র সহ-সভাপতি; মোঃ আতাউর রহমান, অর্থ সম্মাদক; গাজী আবুল কালাম, দপ্তর সম্পাদক সহ আগামী ৩ (তিন) বছরের জন্য ৯১ (একানব্বই) সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচিত হয়।
প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন সভাপতি মোঃ লুৎফর রহমান (বিএসটিআই); কার্যকরী সভাপতি, মহাসচিব মোঃ ছালজার রহমান (জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো); কার্যকরী সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান (বিজি প্রেস), মোঃ নূরুন্নবী (সমুদ্র পরিবহন অধিদপ্তর), মোঃ তাইজুল ইসলাম (কৃষি সম্প্রসারন অধিদপ্তর), মোঃ রায়হান উদ্দিন চৌধুরী (কুষ্ঠ হাসপাতাল), মোঃ আসাদুজ্জামান (ঢাকা জর্জকোর্ট), মোহাম্মদ হুমায়ূন কবির (কিডনী হাসপাতাল); সিনিয়র সহ-সভাপতি মোঃ মোঃ সেলিম মোল্লাহ (হৃদরোগ হাসপাতাল); সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ (ত্রাণ ও দূর্যোগ অধিদপ্তর), মোঃ খতিবুর রহমান (কম্পিউটার কাউন্সিল), মোঃ তাফাজ্জল হোসেন (বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, মোঃ নজরুল ইসলাম (শ্রম আপীল আদালত), মোঃ মনিরুল ইসলাম (ডেন্টাল হাসপাতাল), মোঃ লুৎফর রহমান (ডিএমপি), মোঃ কাওছার আহমেদ (পরিবার পরিকল্পনা অধিদপ্তর), মোছাঃ কামরুন নাহার (চক্ষু হাসপাতাল); অতিরিক্ত মহাসচিব তাপস কুমার সাহা (ক্যান্সার হাসপাতাল), মোঃ মজিবুর রহমান খান (ঢাকা মেডিকেল), মোঃ মনির হোসেন বাবু (আর্কাইভ অধিদপ্তর), মোঃ মফিজুল ইসলাম পিন্টু (টেলিযোগাযোগ অধিদপ্তর), মোঃ মনিরুল ইসলাম (মুগ্দা হাসপাতাল), এস এম জুয়েল হোসেন সরকার (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর); ঢাকা মহানগর কমিটির কার্যকরী সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান (জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো); সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মামুন (ঢাকা মেডিকেল কলেজ); অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ এনামুল হক (মিটফোর্ট মেডিকেল হাসপাতাল); মোঃ হাফেজ আহমেদ (সার্ভে বাংলাদেশ), মোঃ জসিম উদ্দিন (মিটফোর্ট মেডিকেল কলেজ), মোঃ আব্দুল জলিল (মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর), মারজাহান আক্তার নিপা (সড়ক ও জনপদ), মোঃ ফরহাদ হোসেন (মৃত্তিকা ইনন্সিটিটিউট), মোঃ মোজাম্মেল হক (নিপোর্ট),মোঃ শফীকুল ইসলাম (মহিলা অধিদপ্তর), মোঃ জাহাঙ্গীর হোসেন (স্বাস্থ্য অধিদপ্তর), মোঃ এমদাদ হোসেন (সিজিএম কোর্ট), মোঃ নাসির উদ্দিন, সাধারন সম্পাদক, খামারবাড়ী নন-গেজেটেড কর্মচারি সমিতি, মোঃ ইউসুফ (মৎস্য অধিদপ্তর), মোঃ সেলিম রেজা (নিউরো হাসপাতাল), মোঃ মনির হোসেন (সড়ক ও জনপথ), সায়মা আক্তার সীমা (সার্ভে বাংলাদেশ), মোঃ মিজানুর রহমান (ত্রাণ ও দূর্যোগ অধিদপ্তর), মোঃ সিরাজুল ইসলাম (পিজি হাসপাতাল) প্রমূখ। - বিজ্ঞপ্তি