ইতালি প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় ইতালির ভেনিসে আমরা কুমিল্লাবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
করোনার স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় একটি হলরুমে সংগঠনের সভাপতি নিয়িমাল চৌধুরীর সভাপতিত্বে ও মাসুম বিল্লার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও স্বাধীনতার যুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয় দিবস সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য দেন সদ্য বিদায়ী প্রধান সমন্বয়ক সরকার মোকলেছ, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, রুবেল ভুইঞা সহ আরো অনেকে।
বক্তারা স্বাধীনতার যুদ্ধে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন যাদের জীবনের বিনিময়ে আজ এই বিজয় পেয়েছে সমগ্র বাঙালি। পরিশেষে সকলকে মিষ্টিমুখ করান সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দরা।
তারা বলেন এই বিজয়ের মাসে আমাদের প্রতিজ্ঞা আমরা কুমিল্লাবাসী ভেনিস ইতালি সামাজিক সংগঠনটির মাধ্যমে ইতালিতে বসবাসকারী সকল কুমিল্লাবাসী কে এক ছাতার নিয়ে আসাব ইনশাল্লাহ।