মুক্তমন ডেস্ক: বাংলাদেশ কৃষি ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপকদের ভার্চুয়াল পর্যালোচনা সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
২৪ ডিসেম্বর, ২০২০ তারিখে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী হোসেন প্রধানিয়া।
তিনি ২০২০-২১ অর্থ বছরের সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিপরীতে শতভাগ অর্জন নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় বিরাজমান পরিস্থিতিতে সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন ঋণ প্রণোদনা স্কীমের আওতায় লক্ষ্যমাত্রার বিপরীতে হালনাগাদ অর্জনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা সংযুক্ত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার এবং মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ আজিজুল বারী। পর্যালোচনা সভায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ সংযুক্ত ছিলেন । বিজ্ঞপ্তি।