মুক্তমন ডেস্ক : আজ ২৯ ডিসেম্বর ২০২০, সিটি ইউনিভার্সিটির সিটি ক্যাম্পাস পান্থপথে মোবাইল অপারেটর কোম্পানী রবি আজিয়াটা ও সিটি ইউনিভার্সিটির মধ্যে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
সে সময় উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির মাননীয় ভিসি প্রফেসর ড. মোঃ শাহ্-ই-আলম, প্রো-ভিসি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
রবি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ আদিল হোসেন (নোবেল) , চীফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার এবং মোহাম্মদ জুলফিকার হায়দার চৌধুরী, জেনারেল ম্যানেজার, এন্টারপ্রাইজ বিজনেস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ।
এই চুক্তির মধ্যদিয়ে সিটি ইউনিভার্সিটি তুলনামূলকভাবে অনেক কম খরচে শিক্ষক ও শিক্ষার্থীদের ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সক্ষম হল।
যার ফলে স্বল্প খরচে ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হয়ে নিরবিচ্ছিন্নভাবে ক্লাস করতে সক্ষম হবে সিটি ইউনিভারসিটির শিক্ষার্থীরা।
এর আগে গত ২৭ ডিসেম্বর মোবাইল অপারেটর কোম্পানী গ্রামীণফোনের সাথে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছিলো। শিক্ষার্থীরা তাদের প্রয়োজন অনুসারে দুটি সিম-ই ব্যবহার করতে পারবে। সিটি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সাভারের বিরুলিয়ায় অবস্থিত।-বিজ্ঞপ্তি।