মুক্তমন ডেস্ক: আয়োডিনযুক্ত লবণ উৎপাদন ও সরবারহ নিশ্চিতকরণের জন্য কর্মশালা সম্পন্ন করেছে বিসিক।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে ২ দিনব্যাপী বিসিকের সিআইডিডি প্রকল্প এবং উন্নয়ন সহযোগী নিউট্রিশন ইন্টারন্যাশনালের (এনআই) উদ্যোগে আয়োজিত আয়োডিন লবণ বিষয়ক ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সচিব কে এম আলী আজম।
বিশেষ অতিথি মোঃ হেলাল উদ্দিন এনডিসি , অতিরিক্ত সচিব (পরিকল্পনা), শিল্প মন্ত্রণালয়, কাজী সাখাওয়াত হোসেন, অতিরিক্ত সচিব (বিসিক, এসএমই ও বিটাক) শিল্প মন্ত্রণালয়, সাইকা সিরাজ, কান্ট্রি ডাইরেক্টর, নিউট্রেশন ইন্টারন্যাশনাল।
প্রধান অতিথির বক্তব্যে শিল্প সচিব আয়োডিনযুক্ত লবণ উৎপাদন ও সরবারহ নিশ্চিতকরণের জন্য কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রদান করেন। তিঁনি বলেন, আগামীতে কিভাবে আয়োডিনযুক্ত লবণ সহজলভ্য করা যায় তার ব্যবস্থা নিবে শিল্প মন্ত্রণালয় ।
সভাপতির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বলেন, লবণ চাষীদের জন্য কক্সবাজারে ২০ হাজার একর জমি অধিগ্রহণ করে বিসিকের হাতে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করা হবে। যাতে লবণচাষীরা স্বল্প মূল্যে লবণ চাষের জমি লিজ নিতে পারে। এছাড়া বাফার গুদামের ব্যবস্থা করার জন্য প্রকল্প গ্রহণ করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ হেলাল উদ্দিন এনডিসি বলেন,আয়োডিনযুক্ত লবণ উৎপাদন ও সরবারহে অংশীজন সকলকে জোড়ালো ভূমিকা রাখার আহব্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কাজী সাখাওয়াত হোসেন বলেন সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ প্রকল্পকে বেগবান করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে , নিউট্রেশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডাইরেক্টর বলেন সাইকা সিরাজ বলেন, বাংলাদেশ সরকার আপামর জনগণের জন্য আয়োডিনযুক্ত লবণ সরবারহ করে আয়োডিনের স্বল্পতাজনিত রোগগুলো প্রতিরোধে কাজ করে যাচ্ছে। এ ব্যপারে নিউট্রেশন ইন্টারন্যাশনাল ও অন্যান্য সহযোগী সংস্থার সহযোগিতায় জাতীয় ও মাঠ পর্যায়ে সরকারকে সহযোগিতা করছে।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিসিক পরিচালকবৃন্দ, বিসিক সিআডিডি প্রকল্পের প্রকল্প পরিচালক অখিল রঞ্জন তরফদার, আয়োডিনযুক্ত লবণ উৎপাদন ও বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট অংশীজন, বিসিক ও নিউট্রেশন ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। বিঞ্জপ্তি।