মুক্তমন ডেস্ক : দিনাজপুর-ঠাকুরগাঁও ও দিনাজপুর-রংপুর মহাসড়কের ত্রি-মোহনী ‘দশ মাইল’ মোড়ের কাছে কাহারোল উপজেলার ৫নং পরমেশপুর এবং ৬নং গড়নূরপুর ইউনিয়নে অবস্থিত শ্রীনিগমানন্দ সারস্বত সেবাশ্রমের সার্বিক তত্ত্বাবধানে ও উদ্যোগে আজ অনাথ শিশু ও বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের সহ এলাকার ১০০০ শীতার্থ গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জনাব তালেব তাহের, ম্যানেজার, এবি ব্যাংক লি:, ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান এবং এ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য ডাক্তার নন্দ দুলাল চক্রবর্তী (এমবিবিএস) এলাকার কিছু সমাজসেবী মানুষকে সঙ্গে নিয়ে ১ একর ৮৫ শতক জায়গার উপর শ্রীনিগমানন্দ সারস্বত সেবাশ্রম ১৯৯২ সালে গড়ে তোলেন। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি উত্তরাঞ্চলের অদ্বিতীয় অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রম পরিচিত লাভ করেছেন। এছাড়াও প্রতিষ্ঠানটি এ এলাকার মানুষদের বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ফ্রি মেডিকেল চিকিৎসা দিয়ে আসছেন।প্রতিষ্ঠানটি বিভিন্ন দাতা গোষ্ঠীর সহযোগিতায় প্রতিবছর শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণসহ অন্যান্য সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রসঙ্গক্রমে কথা হয় এ বৃদ্ধাশ্রমের বাসিন্দা জ্যোস্না সাহার সাথে, যিনি একজন প্রাইমারী স্কুলের শিক্ষিকা ছিলেন এবং স্বামী উত্তরা ব্যাংকে চাকুরী করতেন। এক সড়ক দূর্ঘটনায় ওনার পা অবশ হয়ে যায় এবং স্বাভাবিক চলাফেরা করতে পারেন না। স্বামী মারা যাওয়ায় এবং আত্মীয়স্বজন দেখভাল না করায় তিনি এ আশ্রমের সেবা নিচ্ছেন এবং সকলকে আপন করে নিয়েছেন। উনি তাদের সেবার জন্য সকলের সহায়তা চেয়েছেন এবং তার চলাফেরার জন্য একটি হুইল চেয়ার এর জন্য আকুতি জানিয়েছেন, যাতে উনি একটি চলাচল করতে পারেন।
বৃহত্তর দিনাজপুরের একমাত্র এ অনাথালয় ও বৃদ্ধাশ্রম পরিচালনা, মেডিকেল ক্যাম্পের সরজ্ঞামাদিক্রয় এবং অসহায় শিশু ও মায়েদের আবাসস্থলটিকে একটি আধুনিকায়ন করার জন্য পরিচালক ডাক্তার নন্দ দুলাল চক্রবর্তী সমাজের বিত্তবান ও দাতাগোষ্ঠীর সহায়তা কামনা করেছেন এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অর্থায়ন করায় এবি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।