সাইফুল মাহমুদ, ময়মনসিংহ অফিস : এবার ময়মনসিংহের ক্রিকেট ঐতিহ্যের প্রাণ ফেরাতে শুরু হচ্ছে ‘ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগ-এমপিএল’। ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন-এমএমসিএ’র উদ্যোগে স্থানীয় সার্কিট হাউজ মাঠে আগামী ২১ ডিসেম্বর এই টুর্ণামেন্ট শুরু হবে। মুজিববর্ষ উপলক্ষে ১০০ বলের বিশেষ ফরম্যাটের এমপিএল টুর্ণামেন্টের লোগো ও জার্সি উন্মোচন এবং প্লেয়ার ড্রাফট সম্পন্ন করা হয়েছে।
গতকাল (শুক্রবার) সকালে নগরীর মুকুল নিকেতন স্কুল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে টুর্ণামেন্টের লোগো ও জার্সি উন্মোচন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং জাতীয় দলের সাবেক ওপেনার সানোয়ার হোসেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি দীলিপ পান্ডে, সাধারণ সম্পাদ আতাউর রহমান বিভ ও টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ফারুক খান পাঠান, টুর্ণামেন্টের উপদেষ্টা আনোয়ার হোসেন ও ওয়ালটনের ফাস্ট সিনিয়র অ্যাভিলেশন ডিরেক্টর মিল্টন আহমেদ। ৬টি দলের আয়োজকদের হাতে আনুষ্ঠানিকভাবে জার্সি তুলে দেন অতিথিবৃন্দ। পরে ড্রাফটের মাধ্যমে ৬ টি দল বেছে নেয় তাদের ১৫ জনের স্কোয়াড। প্রত্যেক দলে দু’জন করে জাতীয় দলের তারকা ক্রিকেটার খেলবেন। সব মিলিয়ে ৬টি দলে স্থানীয় ৬৫ জন ক্রিকেটার খেলার সুযোগ পাচ্ছেন।
ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগ-এমপিএল’র দলগুলো হচ্ছে- ময়মনসিংহ ঈগলস, ময়মনসিংহ সিক্সার্স, ময়মনসিংহ টাইগার্স, ময়মনসিংহ থান্ডার্স, ময়মনসিংহ রাইডার্স এবং ময়মনসিংহ ওয়ারিয়র্স। স্কোয়াড বাছাই পর্বে ময়মনসিংহ ঈগলস-এ জাতীয় ক্রিকেট তারকা মাহমুদউল্লাহ রিয়াদ ও ইলিয়াস সানি, ময়মনসিংহ সিক্সার্স-এ নাসির হোসাইন ও তানজিদ হাসান, ময়মনসিংহ টাইগার্স-এ মোহাম্মদ আশরাফুল ও রাকিবুল হাসান, ময়মনসিংহ থান্ডার্স-এ শোভাগত হোম ও তৌহিদ হৃদয়, ময়মনসিংহ রাইডার্স-এ মোসাদ্দেক হোসেন ও পারভেজ হোসেন এবং আকবর আলী ও আরাফাত সানি ময়মনসিংহ ওয়ারিয়র্স-এ স্থান পেয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ক্রিকেট প্র্যাকটিস, ট্রেনিং বা কোচিং করলেই হবে না, ক্রিকেটার হতে হলে মাঠে খেলতে হবে। ময়মনসিংহ থেকে বরাবরই বাংলাদেশ ক্রিকেট টুর্ণামেন্টে সম্মুখসারির ক্রিকেটার সব সময় থাকে, এখনও আছে। যেকোন খেলায় ময়মনসিংহ থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব বেশী করতেন। এখন একটু কমে গেছে, এর কারণ মাঠে ক্রিকেটারদের কম থাকা। তবে এই টুর্ণামেন্ট থেকে নতুন করে খেলোয়ারদের আগ্রহের সৃষ্টি হবে। এই টুর্ণামেন্ট উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
কোন দলে কে খেলবেন:
ময়মনসিংহ ওয়ারিয়স: আকবর আলী, আরাফাত সানি, মুজাহিদুল ইসলাম, মাজেদ, লিওন, বাবু, সাদ, সাগর, রায়হান, আশিক, আরাফাত, আরমান, সঞ্চয়, অয়ন ও মাহিন।
ময়মনসিংহ রাইডার্স: মোসাদ্দেক হোসেন, পারভেজ হোসেন, উত্তম কুমার, ফাহিম, রনি, একেএস স্বাধীন, ইমন, আসিফ পাঠান, দিগন্ত, আতা, মেহেদি, মুনির, কাইসার, আসিফ ও সামি।
ময়মনসিংহ থান্ডার্স: শুভাগত হোম, তৌহিদ হৃদয়, আব্দুল মজিদ, সামি, আশিক, সাকিব, তৌহিদ, টিটু, আফজাল, জিমি, শাওন, অনিক, নোবেল, অর্ক ও কৃষ্ণ।
ময়মনসিংহ টাইগার্স: মোহাম্মদ আশরাফুল, রাকিবুল হাসান, রায়হান আনাস, সিজার, সানি, নাঈমুর, সাকিল, লিংকন, মিঠু, রবিন, পাভেল, রুবেল, আতিক, সাকিন ও রাকিব।
ময়মনসিংহ সিক্সার্স: নাসির হোসেন, তানজিদ হাসান, মুুনিম শাহরিয়ার, প্রিন্স, সান, ইমু, মাহিন, রনি, সাগর, শিবলু, অজয়, নিঝুম, আনন্দ, হৃদয় ও অর্ক।
ময়মনসিংহ ঈগলস্: মাহমুদুল্লাহ রিয়াদ, ইলিয়াস সানি, সালেহীন রিফাত সাদ, আবির আকাশ, মুন, তানভীর, শাকিব, সিয়াম, রাকিব, তৌফিক, সাজ্জাদ, বিপুল, নাঈম, শাওন ও প্রণয়।