মুক্তমন ডেস্ক : আকাশ, স্থল ও সমুদ্র পথে সৌদি আরবে প্রবেশের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজ এই খবর জানিয়েছে যে, রোববার (আজ) ভোর থেকে সৌদিতে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।
নতুন ধরনের ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এর আগে অস্থায়ীভাবে দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার সকাল ১১ টায় বিমান, স্থল ও সমুদ্রপথে সৌদিতে প্রবেশ শুরু হবে।
তবে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং কোভিড -১৯ নতুন রূপটি সনাক্ত করা হয়েছে এমন অন্যান্য দেশ থেকে আসা অ-সৌদিদের কয়েকটি বিধিনিষেধসহ কমপক্ষে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করে আসতে হবে।
সৌদি নাগরিকদের যারা মানবিক এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রবেশের অনুমতি পেয়েছেন, নতুন কোভিড -১৯ রূপটি ছড়িয়ে পড়া এমন দেশ থেকে
আসতে চাইলে পর্যবেক্ষণের জন্য তাদের বাড়িতে নূন্যতম ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
শনিবার দেশটিতে স্বাস্থ্য মন্ত্রনালয় ১১১ জনের শরীরে নতুন আক্রান্তের খবর রেকর্ড করেছে, যা গত নয় মাসে সর্বনিম্ন। যেখানে দুটি অঞ্চলে শূন্য ক্ষেত্রে আক্রান্ত হয়েছে।
চীনের উহান শহর থেকে কোভিড -১৯ প্রথম সনাক্ত হওয়ার পর থেকে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৪৮৮জন। মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ২৩০ জনের।