মুক্তমন ডেস্ক : প্রায় ৯ মান একটানা বন্দি থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ৫ বাংলাদেশী। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাতে জিম্মি ছিলেন তারা।
রোববার (১০ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।
প্রায় ২ ঘণ্টার ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে সকাল ৯টার দিকে বিমানবন্দর থেকে বের হন তারা।
গেল বছর ১৩ ফেব্রুয়ারি ওমানের জাহাজে কর্মরত এই পাঁচ প্রবাসী সমুদ্রপথে সৌদি আরব যাচ্ছিলেন। লোহিত সাগরে প্রাকৃতিক দুর্ঘটনার কবলে পড়ে ইয়েমেনি হাউথি বিদ্রোহীদের হাতে আটক হন তারা। সেখানে দীর্ঘ ৯ মাস বন্দি থাকেন তারা।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের কুয়েত, ওমান ও জর্ডান দূতাবাসের সমন্বিত চেষ্টায় মুক্ত হন তারা। মুক্তির পর আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হেফাজতে নেওয়া হয় তাদের। এরপর ইয়েমেন থেকে দুবাই হয়ে দেশে ফেরেন তারা।