মুক্তমন রিপোর্ট : রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সাইকেল লেন থেকে ট্রাফিক পুলিশ বক্স উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সাইকেল লেনের বিষফোঁড়া এই পুলিশ বক্স নিয়ে একাধিক অনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রকাশ হয়। এরপরই পুলিশ বক্সটি সরিয়ে ফেলা হয়।
সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় ডিএনসিসির মহাখালী অঞ্চলের (অঞ্চল-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে ট্রাফিক পুলিশ বক্স উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন বলেন, ‘আমরা রবিবার এই সাইকেল লেনে উচ্ছেদ অভিযান চালিয়েছি। প্রায় একশ’র মত অস্থায়ী দোকানপাট তুলে দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশ বক্সের বিষয়টি আমাদের মাথায় ছিল। যেহেতু সরকারি একটা সংস্থার স্থাপনা। সেক্ষেত্রে চাইলেও সঙ্গে সঙ্গে ভাঙা যায় না। সিটি করপোরেশনের থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। আজকে এটা উচ্ছেদ করে এই সাইকেল লেন পরিষ্কার করা হলো।’
তিনি বলেন, ‘আমরা এখানে কাউকে বড় জরিমানা করতে অভিযান চালাচ্ছি না। সাইকেল লেনে ধারণাটা যেহেতু নতুন সেক্ষেত্রে মানুষকে সচেতনত করা ও জানানোর উদ্দেশ্যে আমরা অভিযান পরিচালনা করছি। আমরা আগামীকাল মঙ্গলবার এই অভিযান পরিচালনা করবো।‘