২৮ ডিসেম্বর, সোমবার তারা কক্সবাজার থেকে বাসে করে চট্টগ্রাম পৌঁছেন। আজ ২৯ ডিসেম্বর, মঙ্গলবার সকালে নৌবাহিনীর জাহাজে করে চট্টগ্রাম থেকে তাদের ভাসানচরে যাত্রা করার কথা রয়েছে।
ধারণা করা হচ্ছে দুপুরের মধ্যে ভাসানচরে গিয়ে পৌঁছবেন রোহিঙ্গাদের এই দ্বিতীয় দলটি।
প্রথম দফায় গত ৪ ডিসেম্বর ১৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করা হয়েছে।