মুক্তমন ডেস্ক: দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জানে আলম খোকাকে বিএনপির সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়। দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. সাইফুল ইসলাম।
চিঠিতে বলা হয়েছে, জানে আলম খোকা দলীয় শৃংখলা পরিপহ্নী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য শেরপুর পৌর সভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী স্বাধীন কুমার কুন্ডু প্রতিদ্বন্দিতা করছেন। একই সাথে জানে আলম খোকা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন।