মুক্তমন ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে মাটি খননের সময় আরও একটি জিপি বোমা উদ্ধার করা হয়েছে। সিলিন্ডার সদৃশ এই বোমাটির ওজনও ২৫০ কেজি। এই নিয়ে একই এলাকা থেকে একই রকম দেখতে ৫টি বোমা উদ্ধার হল।
বুধবার (৩০ ডিসেম্বর) সকালে মাটি খননের সময় বোমটির সন্ধান পায় সেখানের কর্মীরা। খবর পেয়ে বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির একটি বোমা নিস্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌছে সেটি উদ্ধার করে। অন্যসব বোমার মত এটিকেও টাঙ্গাইলের রসুলপুর বিমানঘাঁটিতে নিয়ে ধ্বংস করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বোমা বিশেষজ্ঞদের ধারণা একই এলাকা থেকে উদ্ধার করা আগের ৪টি বোমার মত এটিও মুক্তিযুদ্ধের সময় নিক্ষেপ করা হয়েছিল।
এর আগে গত ২৮ ডিসেম্বর এই এলাকা থেকে একইরকম দেখতে একটি বোমা উদ্ধার করা হয়। ১৯ ডিসেম্বরও এমন একটি বোমা উদ্ধার করে বিমান বাহিনীর ইউনিট। তার ৫ দিন আগে ১৪ ডিসেম্বর উদ্ধার করা হয় আরও একটি। আর সর্ব প্রথম বোমাটি উদ্ধার করা হয় ৯ ডিসেম্বর।
উদ্ধারকৃত সবগুলো বোমাকেই একই রসুলপুর ঘাঁটিতে নিয়ে একই কায়দায় ধ্বংস করা হয়।