মুক্তমন রিপোর্ট : ফের সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের সার্ভারের সঙ্গে সব ধরণের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ম্যালওয়্যার (ভাইরাস) শনাক্ত হয়েছে। এর মাধ্যমে শক্তিশালী সাইবার হামলার শঙ্কায় আছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে হামলা থেকে রক্ষায় সাইবার নিরাপত্তা জোরদার করাসহ নিরাপত্তার স্বার্থে ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।
টেক বিশেষজ্ঞরা বলছেন, যে ধরণের ভাইরাস পাওয়া গেছে তা দিয়ে যে কোন প্রকারের আক্রমণ করা সম্ভব হবে। সাম্প্রতিক সময়ে অর্থনীতি ও প্রযুক্তিতে শক্তিশালী দেশগুলোর সার্ভারে হামলার ঘটনাগুলোর সঙ্গে এ ভাইরাসের আক্রমনের মিল রয়েছে বলেও জানান তারা।
সম্ভাব্য হামলা থেকে রক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারে কাজ চলছে বলে জানান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জাকির হাসান। বলেন, নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় সাইবার ওয়ার্ক স্টেশনের ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।
ব্যাংকিং সিস্টেমের সফটওয়্যার ও কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্রবেশ ঠেকাতে গেলো বছরে একাধিকবার সাইবার সতর্কতা জারি করে বাংলাদেশ ব্যাংক। সীমিত করা হয়েছিলো, এটিএমসহ সব অনলাইন ব্যাংকিং সেবা।
কম্পিউটার, স্মার্ট ডিভাইস কিংবা সার্ভারে সংরক্ষিত গোপন তথ্য চুরির জন্য বহুল ব্যবহৃত পদ্ধতি ম্যালওয়্যার। যেখানে শক্তিশালী ভাইরাসের সাহায্যে অনলাইনে আক্রমণ করে হ্যাকার গ্রুপ।