মুক্তমন রিপোর্ট : হিলালীর মৃত্যুজনিত কারণে আগামীকাল ১৬ জানুয়ারির অনুষ্ঠেয় ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাচন পিছিয়ে ২৪ জানুয়ারি নেয়া হয়েছে।
সংগঠনের বার্ষিক সাধারণ সভায় বিশেষ পরিস্থিতি বিবেচনায় প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল এ ঘোষণা দেন। এ সময় সভায় তার স্বরণে সদস্যরা দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় যুগ্ম সম্পাদক জাওহার ইকবাল দোয়া পরিচালনা করেন।
এছাড়া তার মৃত্যুতে তাৎক্ষণিক শোক প্রকাশ করেছেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি জাকির হোসেন ইমন ও সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক।
পৃথক শোক বার্তায় তারা হিলালীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পরে বাদ জুমা তার শেষ কর্মস্থল দৈনিক ভোরের কাগজ কার্যালয়ের সামনে ১ম এবং জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সাবএডিটরস কাউন্সিল, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সদস্য ও নেতৃবৃন্দ।
জানাজা শেষে তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনগুলোর নেতারা। পরে তার লাশ গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে নিয়ে যাওয়া হয়। সেখানেই পারিবারিক কবরস্থানে আগামীকাল সকালে দাফন দেয়া হবে।