মুক্তমন ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কর্তৃক মিরপুর ১১ নম্বর এর ফুটপাত উচ্ছেদ কার্যক্রমকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দশটার দিকে ডিএনসিসি এই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ারের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে যায় উত্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
তবে উচ্ছেদ অভিযানের শুরু থেকেই স্থানীয় বাসিন্দারা এতে বাধা দেয়। এমনকি রাস্তায় অভিযান পরিচালনাকারী দলকে আটকেও দেয়। পরে কর্মকর্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য মিরপুর ১২ নম্বরের এ ব্লকের একটি অবৈধ স্থাপনা ভাঙতে শুরু করে। সাথে সাথেই ইটপাটকেল নিক্ষেপ শুরু করে স্থানীয়রা। ফলে পিছু হটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয়া ম্যাজিস্ট্রেট তাজোয়ার বলেন, অবৈধ উচ্ছেদ অভিযানে যত বাধাই আসুক প্রতিহত করা হবে। ১৮ ফিট রাস্তা তৈরীর লক্ষ্যে আমরা ফুটপাতের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি।
পরবর্তীতে উচ্ছেদ অভিযান পরিদর্শন করতে আসেন ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম।
মেয়র এসে প্রতিরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন। এরপর প্রায় ১ ঘন্টা পর উচ্ছেদ কার্যক্রম ফের শুরু হয়।