মুক্তমন রিপোর্ট : রাজধানীর সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রিক ফেইসবুক গ্রুপ ‘তিতুমীরিয়ান’। ক্যাম্পাস কিংবা ক্যাম্পাসের বাহিরের বিভিন্ন খবরাখবর দেয়ার সাথে শিক্ষা ও সেবামূলক কাজের জানান দিচ্ছে গ্রুপটি। এরই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে ‘তিতুমীরিয়ান’ গ্রুপের এডমিন প্যানেলের সদস্যরা।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টায় দ্বিতীয় ধাপে ঢাকার নাবিস্কো এলাকার বস্তিতে প্রায় ৫ শো'র অধিক পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শামিম হোসেন শিশির, তিতুমীরিয়ান গ্রুপের এডমিন প্য্যানেলের নাজমুল হুদা, শাহাদাত হোসেন নিশাদ,মামুন সোহাগ, নয়ন সরকার,মাঈদুল ইসলাম,কামরুল আকন্দ, শান ইসলাম, মিহি ইসলাম, মামুনুর হৃদয় প্রমুখ।
বাচ্চাকোলে কাপড় নিতে এসে ছাব্বিশ বছর বয়সী সুফিয়া জানায়, ‘কাপড় পাইয়া বালাই হইল। কোলের বাচ্চাডার এহন আর শীতে কষ্ট করন লাগব না।’
শীতবস্ত্র বিতরণ সর্ম্পকে তিতুমীরিয়ান গ্রুপের এডমিন তিতুমীরিয়ান গ্রুপের এডমিন শামিম হোসেন শিশির বলেন, ‘অল্প সময়ের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় আমরা একেবারেই ছোট পরিসরে পরিকল্পনা করেছিলাম। আমরা চেয়েছি অল্প সংখ্যা হলেও সেগুলো অসহায় কিছু মানুষের কাছে পৌঁছে দিতে। কিন্তু রেললাইনের ধারে গিয়ে আমরা অবাক হয়ে যাই। সেখানে দেখেছি এত শীতের মধ্যেও গায়ে দেওয়ার মতো জামা নেই অনেক বৃদ্ধের। শিশুরা পাতলা জামা গায়ে দিয়ে জড়সড় হয়ে বসে আছে। একটু উষ্ণতা খুঁজতে ব্যাকুল অনেক নারী-পুরুষ।’
তিতুমীর কলেজের অনলাইনভিত্তিক এ গ্রুপের এডমিন মডারেটর ও স্বেচ্ছাসেবকেরা মিলে ক্যাম্পাসে একটানা পনেরো দিনের মতো বুথ বসিয়ে নতুন পুরাতন জামাকাপড় সংগ্রহে আহ্বান করে। তাদের এ আহ্বানে সাড়া দিয়ে তিতুমীর কলেজের সকল সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বুথে এসে কাপড় প্রদান করেন।