মুক্তমন ডেস্ক : বৈদেশিক মুদ্রা বা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বর্তমানে দেশের ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩শ’ কোটি ডলারে পৌঁছেছে। যা গত বছরের তুলনায় ১ হাজার কোটি ডলার বেশি।
বৈদেশিক মুদ্রা বা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বর্তমানে দেশের ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩শ’ কোটি ডলারে পৌঁছেছে। যা গত বছরের তুলনায় ১ হাজার কোটি ডলার বেশি।
সরকার অল্প দিনেই এই বিশাল অংকের রিজার্ভ সরকারি প্রকল্পে ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী বাজেটের আগেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদগণ সরকারের এই সিদ্ধান্তকে ঝুকিপূর্ণ এবং জটিল বলে মনে করছেন। তারা বিষয়টি পুন:বিবেচনার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন।
আর এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন বাংলাদেশের প্রভাবশালী গবেষণা সংস্থা ’সেন্টার ফর পলিসি ডায়ালগ’ বা সিপিডি’র সম্মানিত ফেলো এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদগণ বৈদেশিক মুদ্রার রিজার্ভের বৃদ্ধিকে ইতিবাচক মনে করলেও সরকারি প্রকল্পে এর ব্যয়কে খুবই ঝুকিপূর্ণ এবং সরকারের সক্ষমতার বিপরীতে বলে মনে করছেন। তারা সরকারকে এই সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন।