মুক্তমন ডেস্ক: বিশিষ্ট ব্যবসায়ী, সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি ও মাননীয় শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।
শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, একজন সফল শিল্প উদ্যোক্তা হিসেবে বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।