মুক্তমন ডেস্ক : পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রের পরিচালক অনন্য মামুন এবং অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এই নির্মাতা ও অভিনেতার বিরুদ্ধে চলচ্চিত্রটিতে পুলিশের ভূমিকাকে ‘হেয় করে উপস্থাপনের’ অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তারের পর শুক্রবার আদালতে হাজির করা হয়েছিল। এখন তারা কারাগারে আছেন বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, “তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়। সেখান থেকে তাদের কারাগারে পাঠানো হয়।”
এই নির্মাতা ও অভিনেতার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে রমনা থানায় দায়ের করা মামলায় বলা হয়, ‘নবাব এলএলবি’ নামের ওই চলচ্চিত্রে ধর্ষণের শিকার এক নারী বিচারের আশায় থানায় গেলে কর্তব্যরত কর্মকর্তা (অভিনেতা শাহীন মৃধা) তাকে (ভিকটিম) অরুচিকর, বিকৃত প্রশ্ন করেন, যাতে পুলিশকে অত্যন্ত খাটো করে দেখানো হয়েছে। এতে পুলিশের সুনাম ক্ষুণ্ন হয়েছে।
পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. নসিরুল আমিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
এদিকে অনেক হাঁকডাকের পর বিজয় দিবসের রাতে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে অনন্য মামুনের বহুল প্রতীক্ষিত ছবি ‘নবাব এলএল.বি’ মুক্তি পেলেও হিতে বিপরীত ঘটে। কারণ, সিনেমার পুরো টিকেটের মূল্য নিয়ে অ্যাপে অর্ধেক সিনেমা মুক্তি দেন নির্মাতা! যে কারণে ক্ষুব্ধ হতে দেখা যায় দর্শকসহ ছবির অভিনেতা-অভিনেত্রীদেরও।
অর্ধেক সিনেমা মুক্তি নিয়ে তখন পরিচালক যুক্তি দেখিয়ে বলেন,‘পুরো টাকা নিয়ে অর্ধেক সিনেমা দিচ্ছি না। একই টাকায় ১ জানুয়ারি দ্বিতীয় অংশ দেখতে পাবেন দর্শক। যেহেতু সিনেমার লেন্থ লম্বা তাই দুই অংশে দেখাচ্ছি। একবারে পুরোটা দেখলেই দর্শক বোরিং হতে যাবে। তাই দুই অংশে ভাগ করেছি।’
দর্শকের সঙ্গে এমন প্রতারণায় বিরক্ত হয়ে তখন মুখ খুলেন ঢাকাই ছবির শীর্ষ অভিনেতা শাকিব খানও। অর্ধেক সিনেমা মুক্তির বিষয়টিকে তিনি ‘সিনেমা ধ্বংসের ষড়যন্ত্র’ বলেও উল্লেখ করেন।
সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘নবাব এলএল.বি’ ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য করেন অনন্য মামুন। ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেন মাহিয়া মাহি, স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।