শিরোনাম
মুক্তমন রিপোর্ট : ‘চমক হাসান’ যারা এই নামটির সঙ্গে পরিচিত তারা সকলেই জানেন যে, গণিতের সাথে এর সম্পর্ক কতোটা মধুর। গণিতে যতো বাঙালি পাওয়া যাবে তাদের মধ্যে সেরাদের কাতারে অনায়াসেই এই নামটি শীর্ষ জায়গা দখল করবে। হ্যাঁ, সেই চমক হাসানই এবার নতুন ভুমিকায়।
অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত "বাবা ও বেবি" সিনেমাটি আসছে ২০২১ এ। ছবিটিতে সঙ্গীত পরিচালনায় থাকছেন বাংলাদেশের চমক হাসান। মজার ব্যাপার চমক হাসান সুন্দর গান গাইলেও গানের জগতের কেউ নন। উনি মূলত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করে আমেরিকায় বসবাসরত এবং সর্বাধিক পরিচিত একজন গণিতবিদ হিসাবে। ঢাকায় থাকার সময় উচ্চ মাধ্যমিক ও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ভিতর উনার তুমুল জনপ্রিয়তা ছিলো একজন ম্যাথের শিক্ষক হিসাবে। ম্যাথের ওপর উনার নিজের লেখা কিছু বই প্রশংসা কুড়িয়েছে। বিভিন্ন সময় উনি উনার স্ত্রী ও কন্যাকে নিয়ে স্বরচিত গান পাব্লিসড করতেন যেটা শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে মুগ্ধ করে এবং পরবর্তীতে যোগাযোগের মাধ্যমে প্রজেক্টটি ফাইনাল হয়।
বিষয়টি নিয়ে চমক তার ফেসবুক ফেরিফায়েড আইডিতে সেই ঘোষণা দেন। তিনি লেখেন, ”চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনায় আমার যাত্রা শুরু! একেবারে স্বপ্নের মতন একটা ব্যাপার। ইচ্ছে, বেলা শেষে, প্রাক্তন, পোস্ত, হামি, কণ্ঠ - পশ্চিমবঙ্গের এমন অসাধারণ চলচ্চিত্রগুলো যারা দেখেছেন তারা পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়কে নিশ্চয়ই চিনবেন। কিছুদিন আগে আমি লস এঞ্জেলস-এ বসে ফোন পাই শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের- সামাজিক মাধ্যমে আমার আর বহ্নির গান শুনে তার খুব পছন্দ হয়েছে জানালেন। আমার হতবুদ্ধি ভাব কাটিয়ে উঠতেই জানালেন একসাথে কাজ করতে চান!