মুক্তমন ডেস্ক: একি করলেন দীপিকা! একেবারে সব শেষ করা, তাও আবার একই সঙ্গে! বড়সড় ধাক্কাই খেয়েছেন তার অনুসারীরা।
সাড়ে ৫ কোটি ইন্সটাগ্রাম ফলোয়ার আর পৌনে তিন কোটি টুইটার ফলোয়ার রয়েছে ভারতীয় অভিনেত্রী দীপিকা পাডুকোনের।
বছরের শুরুতেই হঠাৎ নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সমস্ত পোস্ট একেবারে মুছে দিয়েছেন এই অভিনেত্রী। 'ডিলিট' করে দিয়েছেন সব টুইট।
দীপিকার এমন কাণ্ডে অনুসারীরা বেশ চিন্তায় পড়ে যান।
তবে কিছুক্ষণের মধ্যেই দীপিকা একটি অডিও ক্লিপ শেয়ার করেন। জানান ২০২০ থেকে থেকে কী শিখেছেন। সঙ্গে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান।
কেন দীপিকা এমন করলেন, তার কোনও সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। তাঁর ফলোয়ারদের অনেকেই পোস্ট করছেন, 'আপনি ফিরে আসুন'।
আবার কেউ লিখছেন কটাক্ষ করে, এটা হয়তো প্রচার পাওয়ার ভালো এবং নতুন একটি রাস্তা।
তবে দীপিকাই প্রথম তারকা নন, যিনি নিজের অ্যাকাউন্টের সমস্ত পোস্ট এভাবে ডিলিট করলেন।
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতও ২০১৯ সালে, মার্কিন পপ তারকা মাইলি সাইরাস ২০১৮ সালে, অভিনেত্রী ব্লেক লাইভলি, মার্কিন পপতারকা জায়ান মালিকও ২০১৮, গায়িকা টেলর সুইফট ২০১৭ সালে তাদের সকল পোস্ট ডিলিট করেছিলেন।