শিরোনাম
মুক্তমন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবর্তন এনেছে রাজধানীর সরকারি সাত কলেজসহ অধিভুক্ত বা উপাদানকল্পে পরিচালিত প্রতিষ্ঠানসমূহের মূল সার্টিফিকেটে। কলেজের নামের পাশে যুক্ত করে দেয়া হয়েছে ব্রেকেটে অ্যাফিলিয়েটেড/কনস্টিটিউয়েন্ট শব্দটি এবং একইসঙ্গে প্রাপ্ত সিজিপিএর পরে লেখা On A Scale of Four এর জায়গায় পরিবর্তন করে করা হয়েছে On A Scale Of 4.00 (Four)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল সার্টিফিকেট হাতে লেখা হলেও ভিন্ন ফন্টে লেখা হয়েছে অ্যাফিলিয়েটেড/কনস্টিটিউয়েন্ট শব্দটি স্পষ্ট করে বুঝানোর জন্য। যার ফলে অসামঞ্জস্যতা তৈরি হয়েছে সার্টিফিকেটের লেখার মাঝে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইডেন মহিলা কলেজের অনার্স ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী সুমাইয়া তাহসিন বলেন, আমি সমাবর্তনে অংশগ্রহণ না করার কারনে মূল সার্টিফিকেট তোলা হয় নি এতদিন। গতমাসে সার্টিফিকেট তোলার পরে আমি দেখি আমাদের সার্টিফিকেট পরিবর্তন করা হয়েছে। আমাদের ডিপার্টমেন্টে যারা সমাবর্তনে অংশগ্রহণ করেছে তাদের সার্টিফিকেটের সাথে মিল নেই আমার সার্টিফিকেটের। এখন একই ডিপার্টমেন্টের একই সেশনের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে দুইরকম সার্টিফিকেট।
পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সংশ্লিষ্ট বিভাগের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন সার্টিফিকেট পরিবর্তন বিষয়টি। সম্ভবত গত অক্টোবর থেকে এই পরিবর্তন এসেছে। এখন থেকে এমন পরিবর্তন থাকবে পরবর্তী সকল সার্টিফিকেটেই।
সার্টিফিকেটে পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড মুহাম্মদ আব্দুল মঈন বলেন, সার্টিফিকেটে পরিবর্তন এসেছে। তবে বিশ্ববিদ্যালয়ের এ বিষয়ে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তাই বাস্তবায়ন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এ বিষয়ে একটু পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে খোঁজ নিন। আমরা অধিভুক্ত হওয়ার বিষয়টি সার্টিফিকেটে স্পষ্ট করেছি কারন সবসময় সত্য তথ্য থাকতে হবে সার্টিফিকেটে তাই ।