শাহীন শাহ : যে সন্তান প্রতিদিন সকাল সন্ধায় মাতা- পিতার মুখচ্ছবি মনে করবে সে কখনও পথ ভ্রস্ট হবে না।তাদের প্রতি সন্তানের টান সহজাত ও চিরন্তন।এ ভালবাসা আর টানের কারনেই বায়েজিদ বোস্তামি পানির পেয়ালা হাতে সারা রাত মায়ের শিয়রে দারিয়েছিল, ইশবরচন্দ্র বিদ্যাসাগর ঝরের রাতে দামোদর নদী সাঁতরিয়ে মাকে দেখতে এসেছিল। মাতা পিতার মুখ সন্তানের কাছে সবচেয়ে প্রিয় ও পবিত্র। তাদের পবিত্র মুখচ্ছবি গভিরভাবে মনে করলে মন পবিত্র হয়, কাজের প্রতি আগ্রহ আসে, পড়া লেখায় মনযোগ ফিরে পাওয়া যায়, নিজেকে কেমন জানি সাহসী ও তেজি তেজি মনে হয়। মাতা পিতার পবিত্র অবয়বই হোক জগতে সবচেয়ে বড় প্রেরণার উতস।
প্রতিদিন চোখ বন্ধ করে অন্তত দুই মিনিট তাদের পবিত্র মুখখানি গভিরভাবে মনে কর , তোমার মন প্রশান্তিতে ভরে উঠবে, নিজেকে সফল ও সার্থক করবার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠবে।
যতবার তুমি কষ্ট পাবে ততবার মনে করবে
যতবার হতাশ হবে ততবার মনে করবে দেখবে
তুমি হারানোসাহস ফিরে পেয়েছো।
রোজ তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, তাদের প্রতি তোমার দায়িত্ববোধ বেড়ে যাবে আর সে দায়িত্ববোধই তোমাকে পড়া লেখা করতে ও ভাল মানুষ হতে বাধ্য করবে।
আত্নজিজ্ঞাসা
১.আমার বাবা-মা আমার কাছে কি চায়?
২.আমি সপ্ন পুরনে ঠিকমত কাজ করছি তো?
৩.তারা লজ্জিত হয় বা অন্যের কাছে অপমানিত হতে পারে এমন কাজ কর্ম করছি নাতো ?
৪.তাদের কষ্ট উপার্জিত টাকা অপচয় বা বাহুল্য খরচ করছি কি?
আত্নঅনুপ্রেরণা
আমাকে সবচেয়ে বেশি ভালবাসে আমার বাবা মা তাই
আমি যে করেই হোক তাদের মুখে হাসি ফুটাব।
এমন ভাবে নিজেকে গড়ে তুলব যেন তাদের মান সম্মান যেন আমার জন্য বৃদ্ধি পায়, তারা যেন আমাকে নিয়ে গর্ববোধ করতে পারে ।
তাদের কাছে কোন প্রকার অন্যায় আবদার করব না যাতে তারা কষ্ট পান।
আমাকে নিয়ে তাদের সিদ্ধান্ত ঠিক।