ডা. তুহিন : আমি প্রতিদিন আশা নিয়ে ফেসবুকে ছবি দেখি। আমি আসলে এটা দেখার জন্যই আধীর আগ্রহে অপেক্ষা করছি, বাংলাদেশে আমার ফেলে আসা বন্ধু ও সহকর্মীরা করোনার ভ্যক্সিন নিয়ে সেলফি দিচ্ছে। আমার অপেক্ষার সেই ছবি আসেনা আমিও অপেক্ষা করি দিনের পর দিন।
এখানে প্রতিদিনই আমার পরিচিতদের মাঝে এমন সেলফি দেখি আর ভাবি দেশে আমার বন্ধুরা এখনো তীব্র ঝুকির মধ্য দিয়েই তাদের দ্বায়িত্ব পালন করে যাচ্ছে।
যদি তর্কের খাতিরে ধরেও নেই ( বাস্তবতা ঠিক অন্যরকম) আমেরিকা তাদের নিজেদের প্রতিষ্ঠান ফাইজার ও মডার্নার কারনে ভ্যাক্সিন পাচ্ছে, ব্রিটেন পাচ্ছে এস্ট্রা জেনেকার জন্য, জার্মানি বাওন্টেকর জন্য তবে আর্জেন্টিনা, চিলি, কানাডা, বেলজিয়াম, কোস্টারিকা, সাইপ্রাস, ইটালি, বেলারুশ এরকম আরো ১৫-২০ টি দেশ কিভাবে পাচ্ছে?
এদের অনেকেই গত মাসেই তাদের ভ্যাক্সিন প্রয়োগ শুরু করেছে।
মজার বিষয় হচ্ছে এসব দেশের অনেকেই আবার আমাদের দেশের চেয়েও গরীব অর্থনীতির দেশ।
এদের কিন্তু ভ্যাক্সিন পাওয়ার জন্য ইন্ডিয়ার সিরাম ইন্সটিটিউট এর পা ধরা লাগে নাই।
তাহলে আমরা কেন পাইনি? আমরা কেন আমাদের দেশের মানুষের জন্য সুরক্ষা নিশ্চিত করতে পারি নাই?
আমদের কোথাও কি কোন মারাত্মক ভুল হচ্ছে?
আমাদের মহান নেতা নেত্রীরা এতই মহান ও সুউচ্চ যে তারা নিচু হয়ে মানুষের দিকে তাকাতেই পারলেন না?
এখন বলা হচ্ছে ফাইজারের ভ্যাক্সিন আনার সক্ষমতাই আমাদের নেই, কেন নেই? এত বড় বড় বুলি তাহলে কেন?
উন্নত বিশ্বের পাড়ায় মহল্লায় ছোট ছোট ফার্মেসির দোকানের যে সক্ষমতা আছে, ১৭ কোটি মানুষের এক দেশে সেই সক্ষমতা নেই? হা হা হা আমরা আবার স্যাটেলাইট উড়াই।
ফাইজার ছাড়াও মডার্না আছে, তাদের ভ্যাক্সিন তো এত বেশী হিমাঙ্কে রাখতে হয়না, সেখানে আমরা কেন ব্যর্থ?
কেন আমরা ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তার প্রস্তুতি আগেই নিতে পারি না?
কেন আমরা ভাবতেই চাইনা, আমদের সম্পূর্ণ ব্যবস্থাপনাই অযোগ্যদের হাতে?
আমাদের অর্বাচীন নেতা নেত্রী এবং আমলাদের রাস্ট্রীয় উন্নয়ন সম্পর্কে সামান্য ধারনাটুকুও নেই?
একটা রাস্তা, একটা ব্রিজ মানেই উন্নতি? আমদের চেয়ে বড় বড় ব্রিজ অনেক দেশই ৫০-৬০ বছর আগেই বানিয়ে বসে আছে, কোন শব্দ ছাড়াই।
আমাদের নেতাদের তো জবাব দিতে হয় না, জবাব দিতে হয় না আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের।
আমরা শুধু মাঠে ঘাটে নেতাদের নামে, তাদের বউ, ছেলে মেয়ে, জামাই ভাগিনার নামে স্লোগান দিয়েই যাব, রাত জেগে ওয়াজ মাহফিল শুনব, ভ্যাক্সিন হালাল না হারাম এই তর্ক করে যাব, ভাস্কর্য কি মূর্তি এই বিতর্ক করব আর অন্যদিকে আসল কাজের কাজ পৃথিবীর অন্য দেশ করে যাবে।