শিরোনাম
মুক্তমন ডেস্ক : মুজিব শতবর্ষে বিজয়ের ৪৯ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর ২০২০ তারিখে সিটি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সাভারের বিরুলিয়ায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সিটি ইউনিভার্সিটির মাননীয় ভিসি প্রফেসর ড. মোঃ শাহ্-ই-আলম ।
জাতীয় পতাকা উত্তোলনের পর মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর মোনাজাতে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়। সেই সাথে দেশ ও জাতীকে করোনা থেকে হেফাজতের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়।
করোনা পরিস্থিতির কারণে অতি স্বল্প পরিসরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে ইউনিভার্সিটির ভিসি, প্রো-ভিসি সহ কর্মকর্তা
ও কর্মচারীবৃন্দ এবং উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সিটি
ইউনিভার্সিটির মাননীয় ভিসি প্রফেসর ড. মোঃ শাহ্-ই-আলম সকলকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত
হয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে অনুরোধ করেন এবং সকলকে বাংলাদেশের সার্বিক কল্যাণে
নিবেদিত হতে আহবান জানান।-বিজ্ঞপ্তি।