মুক্তমন রিপোর্ট: দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না।
শীতের প্রকোপ বাড়ায় নগরে সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষদের কষ্ট বেড়েছে। আর এ সময়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্নভাবে সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে।
সম্প্রতি সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষদের মধ্যে 'শীতবস্ত্র' বিতরণ করে 'তারুণ্যের প্রচেষ্টা ফাউন্ডেশন'।
মঙ্গলবার (২৬জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বেশ কিছু সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে তারুণ্যের প্রচেষ্টা ফাউন্ডেশন।
বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মো. তারেক আজিজ, সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র পাল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র সাজ্জাদ হোসেন মুন্নাসহ সংগঠনটির কয়েকজন সদস্য ও স্বেচ্ছাসেবী। তারা সকলেই টিএসসি থেকে শুরু করে বিভিন্ন স্থান ঘুরে এই কার্যক্রম সফল করে।
বিগত ৩ বছর যাবৎ সংগঠনটি অসহায় ও দুস্থ মানুষদের জন্য কাজ করে যাচ্ছে। সংগঠন প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই প্রতিটি সদস্য আর্থিক ও অনার্থিক বিভিন্ন উপায়ে মানুষদের পাশে থেকেছে। এছাড়াও সংগঠনটি রক্তদান কর্মসূচীর সাথে সরাসরি সম্পৃক্ত।
তারুণ্যের প্রচেষ্টা ফাউন্ডেশনের সভাপতি রুদ্র পাল বলেন, " সকলের সম্মিলিত প্রচেষ্টায় ধুস্থ, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মধ্যে শীতবস্ত্র কার্যবস্ত্র কর্মসূচী সফল হয়েছে। আমাদের সকল সদস্য ও যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলকেই জানাই আন্তরিক ধন্যবাদ। আগামীতেও আমরা মানুষের মুখে হাসি ফোটানোর কাজ করে যাবো। আশা করি এভাবেই সকলে আমাদের পাশে থাকবেন।"