বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাক-ঢোল-কাঁসর-শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী সরস্বতী পূজা। বসন্ত ঋতুতে প্রথম যে উত্সব পালিত হয়, তা হল সরস্বতী পুজো। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী সরস্বতী পূজা ।
আজ (১৬ ফেব্রুয়ারি) কলেজে সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হিন্দুধর্ম মতে দুর্গার মেয়ে সরস্বতী। আর বিদ্যাদেবী হিসেবে সরস্বতী তাদের কাছে বিশেষভাবে পূজনীয়। তাই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে, জ্ঞানের দেবী আসেন ধরায়। এই দিনে জ্ঞান বৃদ্ধির আশায় উপবাসে থেকে দেবীর নামে অঞ্জলি দিয়ে বিশেষ প্রার্থনা করবেন শিক্ষার্থীরা।
সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন বলেন, সরস্বতী হলেন বিদ্যার দেবী। সরস্বতীর আশীর্বাদে বিদ্যালাভ যাতে জীবনকে শ্রীমন্ডিত করে জীবনের লক্ষ্য স্থির করে দেয় তাই সরস্বতীর হাতে যবের শিস দিয়ে তাতে লক্ষ্মীত্ত্ব হয় ।এই পূজার মাধ্যমে বিশ্বের অন্ধকার দূরীভূত হবে এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হওয়ার জন্য প্রার্থনা করা হয়।
শিক্ষার্থী প্রকাশ মন্ডল বলেন,হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস ও সংস্কৃতি মতে দেবী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবি। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে এই পূজা উদযাপন করা হয়। প্রতি বছরের মতো এবারও ক্যাম্পাসে পুজো হওয়ায় সিনিয়র ও জুনিয়দের সঙ্গে কুশল বিনিময় করতে পেরে ভাল লাগছে ।
সকাল ৭ টা থেকে স্বাস্থ্যবিধি মেনে কলেজ মন্দিরে আসতে থাকে শিক্ষার্থীরা । এবং দেবীর সামনে পুজা অর্চনা করে । পূজা শেষে শিক্ষার্থী ও ভক্তরা প্রসাদ গ্রহণ করে। ক্যাম্পাসে মুসলমান শিক্ষার্থীদের তাদের হিন্দু বন্ধুদের সাথে কুশল বিনিময় করতে দেখা যায়।