বগুড়া অফিস : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এস এম কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে শত বাধা অতিক্রম করে পদ্মাসেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়েছে। মানবিক ও সাহসী নেতৃত্বের অধিকারী শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন আমাদের সামর্থ ও সক্ষমতা। প্রধানমন্ত্রীর দৃঢ় সিদ্ধান্ত ও অসীম সাহসিকতায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে। এ যেন বিজয়ের মাসে আরো একটি বিজয়।
তিনি বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং মুক্তিযুদ্ধ নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোটি বাঙালির হৃদয়ে আঘাত। ভাস্কর্য নিয়ে নতুন করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে। জনগণকে সাথে নিয়ে অতীতের ন্যায় অপশক্তির অপতৎপরতা মোকাবেলা করা হবে।
পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ সম্পন্ন হওয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুক্রবার বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। বিকেল ৩টায় শহরের সাতমাথা মুজিব মঞ্চে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাজেদুর রহমান সাহীন। সংগঠনের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু।
প্রধান বক্তা ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় সহ- সভাপতি ম.আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন টি জামান নিকেতা, আসাদুর রহমান দুলু, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, জাকির হোসেন নবাব, আবু সুফিয়ান সফিক, মেহেদী হাসান রবিন, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, অসিম কুমার রায়।