সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) : “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে গণকর্মচারীরা সমাবেশ করেছেন।
শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অবমাননা প্রতিরোধে উপজেলা চত্ত¡রে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে সকল দফতরের কর্মকর্তা - কর্মচারীরা সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করেন। উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলাা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা কবির ও থানার ওসি রকিবুজ্জামান প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুকে বির্তকের উর্ধ্বে রেখে প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তার সম্মান অক্ষত রাখার প্রতিশ্রæতি ব্যক্ত করেন।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।