৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে অংশ গ্রহন কারি বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
খোরশেদ আলম শিমুল, হাটহাজারী : যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উদযাপন উপলক্ষে হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেমিনার ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমীন। মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আজমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, ইউডিসির উদ্যোক্তা, ইউপি চেয়ারম্যানগণ এবং সাংবাদিকবৃন্দ।