শিরোনাম
নেত্রকোনা প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় নানান কর্মসূচির মধ্যদিয়ে নেত্রকোনায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। তবে মহামারি করেনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বরাবরের মত এবার স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠান হয়নি। সূর্যোদয়ের সাথে সাথে সরকারিম আধা সরকারিসহ সকল অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বাসভবন ও দোকানপাট সমূহে জাতীয় পতাকা উত্তেলান করা হয়। ক্যালেক্টরেট ভবন প্রাঙ্গণে একত্রিশ বার তোপধ্বনি করা হয়। একই সময় থেকে মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুস্পস্ববক অর্পণ করা হয়। বেলা সাড়ে ১১ চায় স্থানীয় পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামণা করে মসজিদে মসজিদে মুননাজাত করা হয়। দুপুরে হাসপাতাল,জেলখানা, এতিমখানা ও সরকারি শিশু সদনে উন্নত খাবার পরিবেশন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন ভবন এবং মোক্তারপাড়া ব্রিজ থেকে সাতপাই শহীদ স্মুতি সৌধ পর্যন্ত সড়কে আলোক সজ্জা করা হয়।