শিরোনাম
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পুরানপৈল রেল ক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। গুরুতর আহত আরো ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে। হতাহত সকলেই বাসের যাত্রী ছিলেন।
শনিবার সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, পার্বতীপুর থেকে রাজশাহীতে যাচ্ছিল ট্রেনটি। অন্যদিকে পাঁচবিবি থেকে ছেড়ে যাওয়া বাসটি জয়পুরহাট যাওয়ার পথে উঠে পড়ে পুরানপৈল রেলগেটে। এসময় বাসটিকে ধাক্কায় দেয় ট্রেন। মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই বাসের ১০ যাত্রীর মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন আরও দুইজন মারা যান। এতে এখন পর্যন্ত ১২ জন মারা গেলেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। আর আহত হয়েছেন ৬ জন।
তবে ভোরবেলা হওয়ায় বাসটিতে যাত্রীর সংখ্যা কম ছিলো। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। আর আহত হয়েছেন আর ৪ জন।
দুর্ঘটনার পরপরই উত্তরাঞ্চলের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরবঙ্গের সাথে জয়পুরহাটের ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
এ ঘটনার তদন্তে কারও গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।