আকরাম হোসাইন, শেরপুর (বগুড়া) থেকে: বগুড়ার শেরপুরে জাতীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলডি) কর্তৃক আয়োজিত ও শেরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় গ্রাম পুলিশদের নিয়ে আইন-শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় শেরপুর উপজেলা হলরুম পরিষদে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব ও পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) এনআইএলজি ঢাকা’র মো: বোরহান উদ্দিন ভূঞা।
সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, শেরপুর থানা পুলিম পরিদর্শক আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় উপজেলার ১০টি ইউনিয়নের ৯২জন গ্রামপুলিশকে এ প্রশিক্ষন দেওয়া হয়।