বগুড়া প্রতিনিধি : বগুড়া-কাহালু সংযোগ সড়কের কাহালু উপজেলা বাখরা কাম বেলঘরিয়া ষ্ট্যান্ডের পূর্ব পাশের ইসবপুর নামক স্থানে রাস্তার ষ্টিলের এঙ্গেল বোঝাই শাহিন শাহেদ এন্টাপ্রাইজ নামক শ্যালো ইন্জিন চালিত ভটভটি উল্টে চালক রনি(২৮) ঘটনাস্থলেই নিহত হয়েছে।
নিহত রনি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার (ফুলবাড়ী)বালুচরা গ্রামের জিল্লুর রহমানের পুত্র।
জানাগেছে, সোমবার বিকেলে কাহালু থেকে ঢালাই কাজে ব্যবহৃত ষ্টিলের এঙ্গেল বোঝাই ভটভটি নিয়ে বগুড়ার দিকে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ ভটভটি উল্টে পড়ে চালক রনি ভটভটির নীচে চাপা পড়ে।