আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের ঘিওরে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতারের প্রামাণ্য অনুষ্ঠান 'তারুণ্যের কন্ঠ' ধারণ করা হয়েছে।
তেরশ্রী ডিগ্রী কলেজে গতকাল এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান, পয়লা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ, সভাপতিত্ব করেন তেরশ্রী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সজীব দত্ত এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক (অনুষ্ঠান) তোফাজ্জল হোসেন ।
তেরশ্রী ডিগ্রী কলেজের ১০০ জন ছাত্র- ছাত্রী, পয়লা সবুজ সংঘের ২০ জন সদস্য, বেতারের চারটি উপজেলার শ্রোতা প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সজীব দত্তের সঞ্চালনায় ও তোফাজ্জল হোসেন এর প্রযোজনায় আগামী শনিবার ০২ জানুয়ারি ২০২১ তারিখ রাত ৮.১০ মিনিটে ঢাকা- ক, এফ এম ১০৬ মেগাহার্জ ও বাংলাদেশ বেতারের এ্যাপসে অনুষ্ঠানটি শোনা যাবে।