মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজারে একটি ফার্নিচার দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটায় বারইয়ারহাট পৌরসভার হিঙ্গুলী মোড়ে অবস্থিত ভূঁইয়া ফার্নিচারে এ ঘটনা ঘটে। এসময় চোরের তালা ভেঙ্গে শোরুমে থাকা ৩টি খাট, ১সেট সোফা ও ড্রেসিং টেবিলসহ প্রায় ২লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
ভূঁইয়া ফার্নিচারের মালিক সাহাদাত হোসেন ভূঁইয়া জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত নয়টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী চলে যাই। ওইদিন রাত সাড়ে তিনটার সময় একদল চোর আমার প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে খাট, সোফা, ড্রেসিং টেবিলসহ মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল। শোরুমের পাশ্ববর্তী ঘর থেকে মেস্ত্রী জেগে উঠে দেখতে পায় মালামাল বোঝাই করে বাসটি বারইয়ারহাট থেকে দ্রুত গতিতে চলে যায়। এ বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি আমি।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি নুর হোসেন মামুন বলেন, ফার্নিচারের দোকানে চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা করা হবে।