এম,মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি : স্বাস্থ্য সেবায় নতুন দিগন্তের প্রত্যাশায় রাজবাড়ী শহরের প্রানকেন্দ্রে প্রধান সড়কের পাশে শুক্রবার লাইফ কেয়ার’নামে একটি বেসরকারি হাসাপাতালের উদ্ধোধন করা হয়েছে। অত্যাধুনিক ও উন্নত চিকিৎসা সামগ্রী এবং যথাযথ সেবার মান নিশ্চয়তার অঙ্গীকার করে সার্বক্ষনিক ডাক্তার ও নার্সের প্রাপ্তি ও এক হাসপাতালেই নব চিকিৎসার নিশ্চয়তা দিয়ে রাজবাড়ী শহরে আর্ত-মানবেতর সেবায় প্রথম একটি বেসরকারি হাসাতাল প্রতিষ্ঠা করা হয়েছে লাইফ কেয়ারের কর্মকর্তারা সাংবাদিকদের জানান।
শহরের সজ্জনকান্দা বড়পুল এলাকায় শুক্রবার দুপুরে ফিতা কেটে ওই হাসাপাতালের শুভ উদ্ধোধন করেন রাজবাড়ী-১আসনের এমপি কাজী কেরামত আলী। পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।
এ উপলক্ষ্যে লাইফ কেয়ার হাসাপাতাল প্রাঙ্গনে উদ্ধোধনী সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল হান্নান,লাইফ কেয়ার হাসাপাতালের পরিচালক মোঃ আমিন উদ্দিন মোল্লা,ব্যবস্থাপনা পরিচালক শ্রী দিপক কুন্ড,অগ্রণী ব্যাংক লিঃ সিবিএ এর কেন্দ্রীয় সভাপতি খন্দকার নজরুল ইসলাম, রাজবাড়ী আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ দিলিপ কুমার কর ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বাচ্চু।