সোহরাব হোসেন,সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে শিক্ষার্থীদের হাতে স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এলাকাবাসি ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে , বিদ্যালয়ের বিতর্কিত প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে স্কুলের অর্থ আত্মসাৎ ও নারী কেলেংকারিসহ একাধিক অভিযোগে কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেন।
এ নিয়ে গত কয়েক মাস আগ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ চলতে থাকে। ইতিমধ্যে কর্তৃপক্ষ বরখাস্তের আদেশ প্রত্যাহার করে নেয়।
এরপর বই বিতরণের দিন ওই শিক্ষক কর্মস্থলে ফিরে গেল বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের বাধার সম্মূখীন হন তিনি। এক পর্যায়ে তারা প্রধান শিক্ষকের উপর চড়াও হয়ে স্কুল থেকে বের করে রাস্তায় নিয়ে যান এবং সেখানে তাকে লাঞ্ছিত করে আটকে রাখেন।
এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খানের মীমাংসার আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযুক্ত শিক্ষককে চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেন তারা।
প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান বলেন, বই বিতরণকালে আমি স্কুলে গেলে পূর্ব শত্রুতার জেরে জনৈক ছাত্রী নির্যাতনের ঘটনার রেশ ধরে তার নানা ও ইমনসহ কয়েকজন আমার ওপর আক্রমণ করে অন্যত্র নিয়ে যায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজি আব্দুল মাজেদ খান ও থানা পুলিশ আমাকে উদ্ধার করেন।
এ প্রসঙ্গে বলধারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি আব্দুল মাজেদ খান বলেন, প্রধান শিক্ষককে শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলে ঢুকতে দিচ্ছে না এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে জনরোষ থেকে মিমাংসার আশ্বাস দিয়ে উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজ-উদ-দৌল্লাহ বলেন. গোলাইডাঙ্গা স্কুলের প্রধান শিক্ষক সকাল সোয়া ১০ টার দিকে আরো ৭ জন সহকারি শিক্ষক ও কর্মচারী নিয়ে বই বিতরণ শুরু করবে। এমন সময় ১০-১৫ জন প্রাক্তন ছাত্র হেড মাষ্টারকে ধরে টেনে হেচড়ে নিয়ে যাচ্ছিল। বাকি শিক্ষকরা বাধা দিলে অফিস সহকারি ও মহিলা শিক্ষককে ধাক্কা মেরে ফেলে দিয়ে হেড মাষ্টারকে রাস্তায় নিয়ে পেছনে লাথি মেরেছে। জখম হওয়ার মতো মাইর দেয় নাই। পরে পুলিশ ও ইউপি চেয়ারম্যান গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করেছেন।