মুক্তমন ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে শিশুসহ অটোরিকশার ৭ আরোহী নিহত হয়েছে।
আজ রবিবার দুপুরে তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাস বিপরীতমুখী নেত্রকোনাগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ছয়জন। হাসপাতালে নেয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।