সাভার,ঢাকা প্রতিনিধি: সাভারে ধলেশ্বরী নদী থেকে নিখোঁজের ৫দিন পর শনিবার (২জানুয়ারি) রাতে বস্তাবন্দী সাজেদুল ইসলাম (১৮) এক যুবককের লাশ
ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিহত সাজেদুল ইসলাম নাটোর জেলার নলডাঙ্গা থানার মোস্তাক শাহের ছেলে।
জানা যায়, গত শনিবার রাত ৯টার টার দিকে সাভার উপজেলার তেতুঁলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকার ট্যানারী সংলগ্ন জমজম সিটি পাশে ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় দেখলে স্থানীয়রা পুলিশ কে খবর দিলে তার লাশ ভাসমান থাকা অবস্থায় উদ্ধার করা হয়।
এর আগে গত ২৮ ডিসেম্বর নিখোঁজ হয় সাজেদুল। পরে ১ জানুয়ারী পরিবারেরর পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়। মামলার পর মিলন নামে সাজেদুলের এক বন্ধু মিলন কে আটক করলে তার দেয়া তথ্যনুযায়ী সাজেদুলের লাশ উদ্ধার করা হয়।
সাভার মডেল থানা ও ট্যানারী ফাঁড়িতে কর্মরত (এসআই) সুজন সিকদার বলেন,হত্যা ঘটনার সাথে জড়িত অভিযোগে আটকের পর নিহতের বন্ধু মিলন কে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান- নিহত সাজেদুল একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে চাকরী করতেন।