তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর হোসেন এর নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার অর্পণ ও গ্রহণ সম্পন হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্বভার অর্পণ ও গ্রহন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারগণসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিদায়ী জেলা প্রশাসক মো: আব্দুল আহাদ নবাগত জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেনের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন এবং নবাগত জেলা প্রশাসক দায়িত্ব গ্রহন করেন। বিদায়ী জেলা প্রশাসক সুনামগঞ্জে দীর্ঘ ২ বছর ৫ মাস অত্যন্ত দক্ষতা, সততা ও বিশ^স্ততার সাথে দায়িত্ব পালন করেছেন।
বিদায় জেলা প্রশাসক বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ন দায়িত্বপালন কালে সর্বদায় সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করার চেস্টা করেছি। হাওরপাড়ের মানুষের সার্বিক কল্যাণে আমার যোগ্যতা ও মেধা দিয়ে কাজ করার চেস্টা করেছি। সরকারী দায়িত্বপালনকালে কাহারো সাথে কোন ধরনের র্দুব্যবহার কিংবা আমার দ্বারা কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। সুনামগঞ্জের প্রতিটি এলাকায় গিয়েছি, হাওরপাড়ের মানুষের সুখ দু:খের ভাগিদার হওয়ার চেস্টা করছি। অসহায় দরিদ্র ও বিচারপ্রার্থী মানুষের যে কোন সমস্যা তাৎক্ষনিক সমাধানের চেস্টা করেছি। সুনামগঞ্জের মানুষের ভালবাসা ও আতিথিয়তার কথা চিরদিন স্বরণ থাকবে। আমার স্মরণ থাকবে।
বিদায়ী জেলা প্রশাসক আব্দুল আহাদ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক পদে বদলী করা হয়েছে।
নবাগত জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন বলেন, আমি মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্বপালনরত অবস্থায় আমাকে সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলী করা হয়েছে। আমিও বিদায়ী জেলা প্রশাসকের মত হাওরপাড়ের মানুষের কল্যাণে কাজ করতে চাই। সকলের সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রানিত হয়ে দেশ ও জাতির কল্যানে আমার মেধা ও যোগ্যতা দিয়ে কাজ করতে চাই।